_20250117_104448_0000.png)
নাটোরে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে লালপুর উপজেলার ওয়ালিয়া-শেখচিলান সড়কে আমিরুলের আমবাগানের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনবন্ধু মোটরসাইকেলে করে ধলা গ্রামে যাচ্ছিলেন। ওয়ালিয়া-শেখচিলান সড়কে আমিরুলের আমবাগানে কাছে একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন, লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের ধলা হিন্দু পাড়া গ্রামের শিবেনের ছেলে শ্রাবণ মজুমদার, রতনের ছেলে স্বপন, অন্যজন হলেন সিংড়া উপজেলার সোনায়ডাঙ্গা গ্রামের বিষ্ণুর ছেলে বিধান সরকার।
ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির এসআই কামরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ছাড়া ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে ড্রাইভার পলাতক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :