• ঢাকা
  • | বঙ্গাব্দ

ধর্ম নিয়ে কটুক্তি করায় ইরানের জনপ্রিয় গায়ক কে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত


FavIcon
তাফাজ্জুল
নিউজ প্রকাশের তারিখ : Jan 20, 2025 ইং
ছবির ক্যাপশন: গায়ক আমির হুসেইন মাগসৌদুল

ধর্ম নিয়ে কটুক্তি করায় ইরানের জনপ্রিয় গায়ক আমির হুসেইন মাগসৌদুল কে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।এই গায়ক আমির তাতালু নামেও পরিচিত।
ইরানের স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, তাকে পূর্বে পাঁচ বছরের জেল দেয়ার বিষয়ে প্রসিকিউটরদের আপত্তি সুপ্রিম কোট মঞ্জুর করেছে। এর প্রেক্ষিতে তাকে এবার মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সা. এর বিরুদ্ধে কটূক্তির অভিযোগে তাকে এই সাজা দেয়া হয়েছে।

এর আগে তাকে পতিতাবৃত্তির অভিযোগ ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। এছাড়া তার বিরুদ্ধে ইরান বিরোধী কর্মকাণ্ডেরও অভিযোগ রয়েছে। 

আলোচিত শীর্ষ ১০ সংবাদ