• ঢাকা
  • | বঙ্গাব্দ

সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি


FavIcon
তাফাজ্জুল
নিউজ প্রকাশের তারিখ : Jan 19, 2025 ইং
ছবির ক্যাপশন: সাকিব আল হাসান

আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাকিবকে গ্রেফতার করতে পরোয়ানা জারি করেন আদালত।

রোববার (১৯ জানুয়ারি) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন আদালত এ আদেশ দেন।

একই মামলায় সাকিব ছাড়াও আরও দুইজনকে গ্রেফতারে পরোয়ানা জারি করেন আদালত।

জানা যায়, গত বছরের ১৫ ডিসেম্বর সাকিব আল হাসানের নামে একটি চেক জালিয়াতির মামলা হয়। মামলার নথি থেকে জানা যায়, সাকিবসহ চার জন  আসামির বিরুদ্ধে ৪ কোটি ১৪ লাখ ৫৭ হাজার টাকার চেক ডিজঅনারের মামলাটি করা হয়। ব্যাংকের রিলেশনশিপ অফিসার সাহিবুর রহমান বাদী হয়ে আদালতে এ মামলা দায়ের করেন।
১৮ই ডিসেম্বর সাকিবসহ ৪ জনের বিরুদ্ধে সমন জারি করে আদালত।


এ আদেশের মাধ্যমে সাকিব আল হাসানসহ মামলার আসামিদের আদালতে উপস্থিত হতে নির্দেশ দেয়া হয়েছে। আদালত এর আগে আদেশ অমান্যকারী আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার সম্ভাবনাও ব্যক্ত করেছেন। সে অনুযায়ী রোববার তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ