যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পরও গাজায় চলছে ইসরাইলের সন্ত্রাসী হামলা
তাফাজ্জুল
নিউজ প্রকাশের তারিখ : Jan 17, 2025 ইং
যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পরও গাজায় চলছে ইসরায়েলের সন্ত্রাসী হামলা। চুক্তি ঘোষণার পর এখন পর্যন্ত উপত্যকায় প্রায় ৮৭ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলের সন্ত্রাসী হামলায় গাজায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছে প্রায় ৪৬ হাজার ৮শ’ ফিলিস্তিনি। আহত হয়েছে ১ লাখ ১০ হাজার ৪৫৩ জনেরও বেশি।
এ ছাড়া ইসরায়েলি সন্ত্রাসী হামলার কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।
আপনার মতামত লিখুন :