_20250117_104448_0000.png)
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান র এক প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনিয়মের সাথে টিউলিপ সিদ্দিকের যোগসূত্র রয়েছে। এমন অভিযোগে তিনি মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেছেন।
হাসিনা সরকারের পতনের পর শেখ হাসিনা পরিবারসহ বিভিন্ন মন্ত্রী ও এমপিদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠে। এতে শেখ হাসিনার পরিবারের সদস্যের সাথে টিউলিপ সিদ্দিকের নামও ওঠে আসে। তার বিরুদ্ধে শেখ হাসিনার ঘনিষ্ঠ এক ব্যক্তির কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণেরও অভিযোগ রয়েছে।
অন্যদিকে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে অর্থ সরানোর অভিযোগে বাংলাদেশে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই দেশটির রাজনীতিতে তার পদত্যাগের দাবি জোরালো হয়। এতে চাপের মুখে পড়েন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টার্মার।
আপনার মতামত লিখুন :